Noapara Islamia Mohila Alim Madrasah

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নোয়াপাড়া এলাকায় অবস্থিত আমাদের প্রতিষ্ঠান, নোয়াপাড়া ইসলামিয়া মহিলা আলিম মাদরাসা, ১৯৮৫ ইং সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ বছরের শিক্ষাজীবনে আমরা শিক্ষার্থীদের কোরআন ও হাদিসভিত্তিক নৈতিক শিক্ষা এবং আধুনিক পাঠ্যক্রমের সমন্বয় সাধনের মাধ্যমে জ্ঞান, নৈতিকতা ও মানবিক গুণাবলীর বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে আসছি।

আমাদের মাদরাসা বর্তমানে ১ম শ্রেণি থেকে আলিম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম সফলভাবে পরিচালনা করছে এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। কেবল শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতা অর্জন করানোই নয়, তাদের মাঝে নৈতিকতা, দায়িত্ববোধ এবং সমাজসেবার মানসিকতা গড়ে তোলা আমাদের অন্যতম মূল লক্ষ্য।

অত্র মাদরাসা নারায়ণগঞ্জ জেলা পর্যায়ে ১৯৯৭, ২০০২ ও ২০২৩ সালে সর্বমোট তিনবার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে। এই স্বীকৃতি আমাদের অনুপ্রেরণা জোগায়, যা আমাদেরকে ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে উজ্জীবিত করে।

আমরা আশা করি, নোয়াপাড়া ইসলামিয়া মহিলা আলিম মাদরাসা আগামীতেও জ্ঞানের আলো ছড়িয়ে দেশ ও সমাজকে আলোকিত করবে।